• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঘোড়াঘাটে তীব্র শীতে বাড়ছে গরম কাপড়ের চাহিদা 

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

দিনাজপুরের ঘোড়াঘাটে জেকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে আকাশ। দেখা মিলছে না সারা দিন রোদের। হিমেল বাতাসে জনজীবনে দূর্ভোগ বেড়েছে। কুয়াশা আর বাতাসের তীব্রতায় ঘরের বাইরে বের হতে পারছেন না মানুষ। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষগুলো শীতবস্ত্র কিনার জন্য ফুটপাতের খোলা  দোকানে ভিড় জমাচ্ছেন। অতি শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা।

ফুটপাত থেকে শুরু করে অভিজার মার্কেটগুলোতে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শীতবস্ত্রের চাহিদা বাড়িয়ে বিভিন্ন ধরনের শীতের পোশাক তুলছেন তারা। ঘোড়াঘাট উপজেলার হাটবাজারে বিভিন্ন দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে নিম্নআয়ের মানুষের পাশাপাশি উচ্চবিত্তরাও মহাসড়কের পাশে এসব দোকানে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে মৌসুমিভিত্তিক দোকানগুলোতে শীতের কাপড় বেচাকেনা চলছে পুরোদমে।

ফুটপাতের শীতের কাপড় বিক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, দিনাজপুরের তাপমাত্রা সবচেয়ে কম। শীতের তীব্রতাও অনেক বেশি। তাই শীতের কাপড় ভালো বিক্রি হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –